Ticker

6/recent/ticker-posts

Ad Code

বিএনপির মামলার পর সাবেক সিইসি নুরুল হুদাকে ধরে পুলিশে দিল কথিত জনতা



সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে ধরে নিয়ে গলায় জুতার মালা পড়িয়ে ভিডিও করার পর পুলিশে দেয়া হয়েছে। পরে সেখান থেকে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতার দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে ডিবি হেফাজতে।  রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা পশ্চিম থানারা পাঁচ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে আটক করার কথা জানিয়েছিল উত্তরা পশ্চিম থানা পুলিশ।  ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, রোববার দুপুরে ঢাকার শেরে বাংলা নগর থানায় দায়ের করা একটি মামলায় সাবেক সিইসি মি. হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে।  এদিন দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাবেক তিনজন সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। সেই তালিকায় ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি নুরুল হুদার নামও ছিল। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল রোববার সকালে থানায় ওই মামলার অভিযোগপত্র দেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে ধরে নিয়ে গলায় জুতার মালা পড়িয়ে ভিডিও করার পর পুলিশে দেয়া হয়েছে। পরে সেখান থেকে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতার দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে ডিবি হেফাজতে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা পশ্চিম থানারা পাঁচ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে আটক করার কথা জানিয়েছিল উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, রোববার দুপুরে ঢাকার শেরে বাংলা নগর থানায় দায়ের করা একটি মামলায় সাবেক সিইসি মি. হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিন দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাবেক তিনজন সিইসিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। সেই তালিকায় ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি নুরুল হুদার নামও ছিল। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল রোববার সকালে থানায় ওই মামলার অভিযোগপত্র দেন।

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>