Ticker

6/recent/ticker-posts

Ad Code

নির্বাচন কোনো ফেসবুক রিল না, লাইক দিলেই জিতে গেলেন’


 নির্বাচন কোনো ফেসবুক রিল না যে লাইক দিলেই জিতে গেলেন বলে মন্তব্য করেছেন জনপ্রিয় উপস্থাপক, চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার।

ফেসবুক পোস্টে তুষার বলেন, ‘আমার বাড়ির দেয়ালে হাতপাখা মার্কায় ভোট চেয়ে পোস্টার লেগে গেছে। নির্বাচনের প্রচারণা শুরু করে দিয়েছেন চরমোনাই পীর সাহেবের ভক্ত একজন প্রার্থী।’

তিনি আরো বলেন, ‘গুলশানে আবার যদি হিরো আলম দাঁড়িয়ে যান তবে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন কে? জামানতের টাকাগুলো গরিবদের দিলে বেশি পুণ্য কামাবেন কি না, সেটা চিন্তা করে নির্বাচনে আসেন। নির্বাচন কোনো ফেসবুক রিল না, লাইক দিলেই জিতে গেলেন।’



Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>