প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডনের চ্যাথাম হাউসে রয়েল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দেওয়া বক্তব্যের কয়েকটি ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান ওরফে সামি।
আজ বুধবার (১১ জুন) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই কর্মসূচির আয়োজন এবং শ্রোতাদের নিয়ে প্রশ্ন উত্থাপন করেন।
সামি তার পোস্টে লিখেছেন, ‘কী হাইস্যকর একটা অবস্থা, তারাই সহযাত্রী, আবার তারাই শ্রোতা।’ তিনি আরো উল্লেখ করেছেন ‘শেখ হাসিনাও একই কাজটা করত, যাদের প্লেন ভর্তি করে নিয়ে যেত বা যারা ওই দেশে তার স্তুতি করত তাদের ডেকে এসব সভার আয়োজন করত।


0 Comments
http://bit.ly/3IieoTb