Ticker

6/recent/ticker-posts

Ad Code

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় এখন ভারতে


বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন ভারতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রগুলো জানিয়েছে যে, গত শুক্রবার, ছয়ই জুন সজীব ওয়াজেদ জয় ভারতে আসেন। তার পরের দিনই ছিল কোরবানির ঈদ।

মায়ের সঙ্গেই ঈদ কাটিয়েছেন তিনি।

যদিও সূত্রগুলো বলছে, মায়ের সঙ্গে ঈদ পালন করার জন্যই ভারতে এসেছেন মি. ওয়াজেদ। তার এই সফর যতটা না রাজনৈতিক, তার থেকেও বেশি পারিবারিক।

তবে, জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনের পর এই প্রথম শেখ হাসিনার সঙ্গে তার ছেলের দেখা হলো।

কবে ভারতে এলেন জয়

বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে থাকেন, কিন্তু তার বাংলাদেশি পাসপোর্ট ছিল। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ওই পাসপোর্ট বাতিল করে দেয়।

তারা আরও জানান, সজীব ওয়াজেদ জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন। পাসপোর্ট হাতে পাওয়ার কয়েক দিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান। গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই মি. ওয়াজেদের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল।

ভারতের সূত্রগুলোও এমন তথ্য দিয়েছে।

ভারতীয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো জানাচ্ছে যে, প্রাথমিকভাবে মাস কয়েক পরে মি. ওয়াজেদের ভারতে আসার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার ভারতে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল।

তবে সেই সফর এগিয়ে এনে শুক্রবারই দিল্লিতে আসেন সজীব ওয়াজেদ জয়।

নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো বলছে, বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে পৌঁছিয়ে দেওয়া হয় শেখ হাসিনা যে গোপন ঠিকানায় আছেন, সেখানে।

ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহানাও রয়েছেন বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের কয়েকটি সূত্র।

ভারতীয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো এ-ও জানিয়েছে যে, ভিভিআইপিদের যেভাবে পাইলট কার সহ সামরিক পোশাক পরিহিত নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে নিয়ে যাওয়া হয়, ঠিক সেভাবে সজীব ওয়াজেদ জয়কে বিমানবন্দর থেকে নেওয়া হয় নি। তবে কড়া নিরাপত্তা ছিল, আর পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে।

আবার শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও-র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক।

কিন্তু ভাইয়ের সঙ্গে তার দেখা হয়েছে কী না, সেটা কোনো সূত্র থেকেই নিশ্চিত করা যায় নি।

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>