Ticker

6/recent/ticker-posts

Ad Code

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

 

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা


যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

যুক্তরাষ্ট্র থেকে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আলহাজ গিয়াস উদ্দিন। 

শুক্রবার (২৩ মে) ভোরে চট্টগ্রামের মীরসরাই থানায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে শুক্রবার ভোরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। সেখান থেকে তাকে নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম ঢাকায় রওনা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে।


Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>