Ticker

6/recent/ticker-posts

Ad Code

মব দিয়ে জুতার মালা কিন্তু ‘ফেরত আসবে’: সাকি

 

মব দিয়ে জুতার মালা কিন্তু ‘ফেরত আসবে’: সাকি

“তাহলে সরকার কি নিজে এটা উসকে দিচ্ছে? যে অমুককে আমার ধরতে হবে, ধরার আগে একটা নাটক করতে হবে। এ কি আশ্চর্য ব্যাপার!”


মব দিয়ে জুতার মালা কিন্তু ‘ফেরত আসবে’: সাকি

মব তৈরি করে কোনো ব্যক্তির গলায় জুতার মালা পরানোর যে উদাহরণ তৈরি হচ্ছে তা ‘ফেরত আসবে’ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

পাশাপাশি ‘জনগণকে অন্ধকারে রেখে’ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সরকারি পরিকল্পনারও বিরোধিতা করেছেন তিনি।

সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে গ্রেপ্তারের আগে কথিত মবের হেনস্তার প্রসঙ্গ ধরে শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সাকি বলেন, “মব আক্রমণ হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বললেন যে, মব না প্রেশার গ্রুপ। মানেটা কি? প্রেশার গ্রুপ জিনিসটা কি?

“আপনি যদি মনে করেন যে অমুক ব্যক্তি অন্যয় করেছে তার শাস্তি হওয়া দরকার, তো আপনার সভা-সমাবেশ করার জায়গা আছে। তার বাড়িতে হামলা করা আপনার এখন কর্তব্য না।”

সাকি বলেন, “তাহলে সরকার কি নিজে এটা উসকে দিচ্ছে? যে অমুককে আমার ধরতে হবে, ধরার আগে একটা নাটক করতে হবে। এ কি আশ্চর্য ব্যাপার!

“শেখ হাসিনা যেমন করত। কাউকে গ্রেপ্তার করার আগে নানান ছক তৈরি করত। বহুজনের ক্ষেত্রে এটা বলা যাবে। আগে তাকে একটু খলনায়ক ধরনের বানিয়ে নিয়েছে। সামাজিক মাধ্যমে দু-তিনদিন ধরে তাকে বেশ একটা ইয়ে চলেছে, তারপর যেয়ে তাকে গ্রেপ্তার অ্যারেস্ট করেছে। তাহলে তো একই পদ্ধতি প্রয়োগ করছেন।”

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>