Ticker

6/recent/ticker-posts

Ad Code

ভিপি নুরের জন্ম না হলে ২৪-এর গণঅভ্যুত্থান এই বাংলাদেশে হতো না

"জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শত শত শিশু ও সাধারণ মানুষের রক্তে যারা হাত রাঙিয়েছে, সেই হত্যাকারীদের বিচারের মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে,"—গলাচিপা উপজেলার নবগঠিত ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।

বুধবার (১১ জুন) গলাচিপা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় তিনি আরও বলেন,
"ডাকসুর নির্বাচন কিংবা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন না হলে আজকের আসিফ, নাহিদসহ অনেক ছাত্রনেতা গড়ে উঠতো না। এই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন, তাদের একটি বড় অংশকে আমরা তৈরি করেছি, উৎসাহ দিয়েছি।"

তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, "২০১৮ সালের নির্বাচনকে তারা মানেনি, অথচ সেই দলের সাতজন সংসদ সদস্য সংসদে গিয়েছেন। তাই রাজনৈতিক কৌশল বলতে বুঝতে হবে—একদিকে রাজপথে আন্দোলন, অন্যদিকে সংসদে সরকারের দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে কথা বলা।"

নুর বলেন, "আমি একজন ছাত্র সংসদের ভিপি হিসেবে গণভবনে যাই বা না যাই, সেটি মুখ্য নয়। আসল বিষয় হলো—আমরা রাজনীতিতে আপস করিনি, নৈতিকতা বিসর্জন দিইনি, বিবেক বিক্রি করিনি। যতটুকু সুযোগ পেয়েছি, দেশের মানুষের কল্যাণে কাজে লাগিয়েছি। আজকে আমাকে নিয়ে ট্রল হয়, ভিডিও ছড়ানো হয়—কিন্তু এই বয়সেই আমরা যে ভূমিকা রেখেছি, তা অনেকের পূর্বপুরুষেরাও রাখতে পারেনি। যদি ভিপি নূরের জন্ম না হতো, যদি ছাত্র অধিকার পরিষদ সৃষ্টি না হতো, যদি ডাকসু নির্বাচন না হতো—তাহলে ২৪ সালের গণঅভ্যুত্থানও এই দেশে হতো না।"

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>