প্রতারণা, জালিয়াতি করে আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৭৩ কোটি ৭৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ও তাঁর ছেলে আহমেদ শায়ান এফ রহমানসহ ৩৯ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমান ও মো. ইয়াছির আরাফাত বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলা দুটি করেন। সাংবাদিকদের এসব মামলার তথ্য জানিয়েছেন দুদক মহাপরিচালক ও মুখপাত্র মো. আক্তার হোসেন।
সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা ও এমপি ছিলেন। তিনি বর্তমানে কারাগারে। তাঁর ছেলে যুক্তরাজ্যপ্রবাসী।


0 Comments
http://bit.ly/3IieoTb