Ticker

6/recent/ticker-posts

Ad Code

একজন লিডার এতো নমনীয় হতে পারে তারেক রাহমানকে না দেখলে বোঝা যায় না: নুরুল হক নূর

একজন লিডার এতো নমনীয় হতে পারে তারেক রাহমানকে না দেখলে বোঝা যায় না: নুরুল হক নূর

 চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে কথা বলার সময় নূরুল হক নূর বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বগুণ নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, "একজন লিডার এতো নমনীয় হতে পারে তারেক রহমান'কে না দেখলে বোঝা যায় না।" তারেক রহমানের নেতৃত্বের এই বিশেষ দিকটি নূর বিশেষভাবে তুলে ধরেছেন।

আলোচনায় জোট গঠন প্রসঙ্গে নূরুল হক নূর জানান, বিএনপি'র সাথে তারা জোটে যাবেন কিনা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রশাসন প্রসঙ্গে তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। নূর বলেন, "প্রশাসন আগে আওয়ামী লীগের কথাতেই চলতো, এখন বিএনপি, জামায়াত এবং এনসিপির কথায় চলে। সব তারাই করছে।" তার এই মন্তব্যে দেশের রাজনৈতিক ক্ষমতা কাঠামোতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়।

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>