Ticker

6/recent/ticker-posts

Ad Code

প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপিতে 'তীব্র ক্ষোভ', নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের আশঙ্কা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ বিএনপিকে 'ক্ষুব্ধ' করেছে এবং পাশাপাশি দলটি মনে করে 'নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরির জন্যই' এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার ওই ভাষণে মি. ইউনূস 'শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম' করেছেন এবং একটি 'বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছেন'- এমন অভিযোগ তুলেছে দলটির জাতীয় স্থায়ী কমিটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচনের যে সময় প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটি 'বাস্তবতার নিরিখেই' তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

"গণতন্ত্রে উত্তরণ বিলম্বিত হলে সংকট ঘনীভূত হবে। প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টামণ্ডলী নিরপেক্ষ চরিত্র হারিয়েছেন। এপ্রিল কোনোভাবেই নির্বাচন আয়োজনের জন্য যথাযথ সময় নয়," বলছিলেন তিনি।

তবে জামায়াতে ইসলামীসহ আরও কিছু রাজনৈতিক দল এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আবার কিছু দল মনে করছে "নির্বাচনের অন্তত একটা সময় যে সরকার জানিয়েছে" এটিই তাদের কাছে বড় স্বস্তির বিষয়।

 

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>