তিনি প্রশ্ন তোলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা তাজউদ্দিন আহমেদকে যদি কেউ মুক্তিযোদ্ধা না বলেন, তাহলে তারা কি ছোট হয়ে যান? অথবা ভাষা আন্দোলনের নেতা অলি আহাদ— যিনি ১৯৫২ সালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তাকে অনেকেই আজ স্মরণ করেন না, তাই বলে কি তিনি ছোট হয়ে যান?” তিনি বলেন, “ইতিহাস যারা গড়েছেন, তাদের গুরুত্ব রাজনৈতিক ব্যাখ্যার ওপর নির্ভর করে না।”
রুমিন ফারহানা অভিযোগ করেন, “বাংলাদেশে ইতিহাসের নায়কদের রাজনৈতিক কারণে কখনো দেবতা বানানো হয়, আবার প্রয়োজনে শয়তানও বানিয়ে ফেলা হয়। এটা আমাদের দেশের রাজনীতির চিত্র।”
তিনি বলেন, গত ১৫ বছরে একটি নির্দিষ্ট রাজনৈতিক সরকার মুক্তিযুদ্ধকে ব্যবহার করে নিজেদের অবস্থানকে ন্যায্যতা দিতে চেয়েছে। ভোট ছাড়া ক্ষমতায় থাকার জন্য তারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। মুক্তিযোদ্ধাদের তালিকায় দলীয় লোকদের নাম ঢুকিয়ে ভুয়া তালিকা তৈরি করা হয়েছে।
বর্তমান অরাজনৈতিক সরকারের সমালোচনা করে তিনি বলেন, “এই সরকার সংস্কারের কথা বললেও এখনো পর্যন্ত আমরা মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কারে কোনও কার্যকর পদক্ষেপ দেখিনি।”


0 Comments
http://bit.ly/3IieoTb