Ticker

6/recent/ticker-posts

Ad Code

বিএনপির জয়, ফেব্রুয়ারিতেই হয়!’



লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর জট খুলেছে নির্বাচনের। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে সরকার ও বিএনপি। 

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ, সংস্কার ও বিচারের কার্যক্রম ফেব্রুয়ারির আগেই সম্পন্ন হবে।

এদিকে, এ বৈঠকের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।

ওই পোস্টে তিনি লিখেছেন, আজকের মিটিং ভালোভাবে করে জাতির আকাশের অহেতুক শংকা দূর করার জন্য এক সময়ের সহযোদ্ধাদের জেসচার অব গুড উইল হিসাবে দুটি শ্লোগান লিখে দিলাম। এক. গণতন্ত্র ফেরে, ফেব্রুয়ারির ভোরে! দুই. বিএনপির জয়, ফেব্রুয়ারিতেই হয়!



Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>