লন্ডনে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁদের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি জানান, আগামীকাল ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন রিজভী।
রিজভী বলেন, খড়কুটো কুড়াতে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিগত আমলে ১৬ আনা প্রভুত্ব করেছে শেখ হাসিনা।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের বিষয়টা আড়াল করতে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।
ভারত বিদেশি নাগরিকদের বাংলাদেশি বলে পুশ-ইন করাচ্ছে বলেও অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।


0 Comments
http://bit.ly/3IieoTb