বিএনপিকে ফাঁসাতে গিয়ে আসিফ মাহমুদ ফেঁসে গেছেন : তারেক রহমানআম জনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, আসিফ মাহমুদ ষড়যন্ত্র করেছিল, মুরাদনগর ধর্ষণের ঘটনায় বিএনপিকে ফাঁসিয়ে দেবে। এটা তার নির্বাচনী এলাকা এবং আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বেশ জোরে সোরে তার আয়োজন চলছে। ওইখানে যারা ধরা পড়ল, তাদের পরিচয় ছাত্রলীগ-আওয়ামী লীগ এবং যে ভিডিও ধারণ করেছিল সেও কিন্তু আওয়ামী লীগের। আওয়ামী লীগের হয়েও ভিডিওটা করে বিএনপির নামে ছাড়ল কে?
এটা হলো প্রশ্ন।
তো আল্লাহর কী খেলা দেখেন, আসিফ মাহমুদ বা যে গং বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল। উল্টা ঘটনা ঘটে গেল। আসিফ মাহমুদ নিজেই কট খেয়ে গেল। আসিফ মাহমুদের ম্যাগাজিনসহ ধরা খেল বিমানবন্দরে।
রবিবার (২৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, মানুষকে ফাঁসাতে চাইলে, নিজেকেই ফাঁসতে হয় এবং আসিফ মাহমুদ ক্ষমাও চাইল। আবার ক্ষমা চাইলো তো ভালো কথা। নিউজ হইলো সেই নিউজগুলো পাঁচ মিনিটের মধ্যে আবার ডিলিট হয়ে গেল।
তিনি বলেন, রাজনীতি অনেক বড় একটা বিষয়।


0 Comments
http://bit.ly/3IieoTb