Ticker

6/recent/ticker-posts

Ad Code

বঙ্গবীর কাদের সিদ্দিকী’র স্ত্রীর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন তারেক রহমান

বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (১১ জুন ২০২৫) রাতে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডে অবস্থিত কাদের সিদ্দিকীর সোনার বাংলা বাসভবনে যান বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সেখানে তিনি কাদের সিদ্দিকীর পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং বিএনপি’র পক্ষ থেকে তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দেন।

গণমাধ্যমকে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু জানান, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি কাদের সিদ্দিকী ভাইয়ের প্রতি সমবেদনা জানাতে এসেছি। তিনি শুধু একজন রাজনীতিক নন, স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি যোদ্ধা। তাঁর পরিবারের এই শোক আমাদেরকেও ব্যথিত করেছে।”

এ সময় টুকুর সঙ্গে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক।

প্রসঙ্গত, গত শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাসরিন সিদ্দিকী। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

 

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>