Ticker

6/recent/ticker-posts

Ad Code

বাংলাদেশে আওয়ামী লীগ নেই : প্রেস সচি

 



প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নেই। দলটির নেতারা টাকা-পয়সা চুরি করে বিদেশে পালিয়ে গেছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোন মিছিল নাই, কেউ কেউ অন্য দলে যোগ দিয়েছে।


দলটির নেতারা বিদেশে চলে গেছে টাকা-পয়সা চুরি করে। সেখানে বসে অনলাইনে একটু হম্বিতম্বি করছে যে এইটা করব, ওইটা করব। তিনি বলেন, এত বড় একটা হত্যাযজ্ঞের পর, প্রায় ১৬ বছরের অপশাসন যেখানে খুন, গুম, দুর্নীতির রাজত্ব কায়েম করার পর, তাদের প্রতি মানুষের সহানুভূতি নেই। তাদের সমর্থন করার মানুষ আর নেই।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টসহ শেখ হাসিনা যে হত্যাকাণ্ডগুলো করেছে এবং তার নেতৃত্বে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করা এই সরকারের প্রধান কাজ। সেই বিচারকাজ শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা এটা করতে পারব। 

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রেস সচিব বলেন, আপনি তো দেখতেই পাচ্ছেন যে, ওরা কত ডাকছে— এই আসো, মিছিল করো, একটা-দুইটা ছেলে দুই একটা কথা বলে। এতো বড় নাকি তাদের দল কিন্তু দেখেন সারা বাংলাদেশে তাদের কোনো মিছিল নাই।

পুরো দলটাই বিদেশে চলে গেছে। টাকা-পয়সা চুরি করে দলের সবাই বিদেশে চলে গেছে। মানুষের কাছে এই দলটি আর থাকবে কিনা আমার সন্দেহ আছে

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>