প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৩ জুন) সকালে তাদের সাক্ষাৎ হচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (১০ জুন) লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান তিনি।
দুজনের মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা হবে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘মিটিংটার কোনো ফরম্যাট নাই। তবে যেহেতু তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা এবং প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তো উনারা উনাদের মতো করে বসবেন, আলাপ হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের ঘোষিত সময়, জুলাই চার্টার্ড, সংস্কার- এসব যেকোনো ইস্যু নিয়েই আলাপ হতে পারে।’
দুজনের বৈঠক হচ্ছে- সেটা নিশ্চিত করে প্রেস সচিব বলেন, ‘কী আলাপ হবে সেটা উনারা সিদ্ধান্ত নিবেন।’
এর আগে স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনে পৌছেছেন প্রধান উপদেষ্টা।
সফরের শুরুতেই প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ব্যানারে এক দল ব্রিটিশ সংসদ সদস্য। লন্ডনের একটি হোটেলে এ সাক্ষাৎ হয়।


0 Comments
http://bit.ly/3IieoTb