সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের নেত্রী (শেখ হাসিনা) জীবন রক্ষার্থে দেশ ত্যাগ করেছিলেন, তাঁর বেঁচে থাকার প্রয়োজন ছিল কারণ তাদের (ছাত্র-জনতার) সেদিন প্ল্যানই ছিল যে তাকে (শেখ হাসিনা) কিল (হত্যা) করবে । আর খালেদা জিয়া আপোষ করেননি, তাই যেতে পারেননি কারণ তিনি অসুস্থ ছিলেন।”
৫ আগস্টের আন্দোলনের সময়কার অভিজ্ঞতা শেয়ার করে কাদের জানান, “ছাত্ররাই আমাকে রক্ষা করেছে।” তিনি স্বীকার করেন, সে সময় কিছু সময় আত্মগোপনেও থাকতে হয়েছিল।
গণতন্ত্র ও উন্নয়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে কাদের বলেন, “ভুল হলে স্বীকার করব। উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে। আমরা আত্মসমালোচনা করি এবং আলোচনাও করি।”
২০১৮ সালের ‘রাতের ভোট’ ও ২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ভুল হলে স্বীকার করব। তবে আমরা দেশে ফিরে জনগণের মুখোমুখি হব।”


0 Comments
http://bit.ly/3IieoTb