Ticker

6/recent/ticker-posts

Ad Code

‘হজযাত্রীর বেশে’ দেশ ছাড়ার সময় আওয়ামী লীগ নেতা আটক

 

‘হজযাত্রীর বেশে’ দেশ ছাড়ার সময় আওয়ামী লীগ নেতা আটক


সম্প্রতি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। কার্যক্রম নিষিদ্ধের পর দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

আটক আব্দুল আউয়াল সরদার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র। তিনি সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ৫ আগস্ট সরকার পতন হলে তিনি গা ঢাকা দেন। এরপর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি দেশ ছেড়ে সৌদি আরবে হজে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>