Ticker

6/recent/ticker-posts

Ad Code

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে

 শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে


বলে জানা গেছে। আজ ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ অভিযানে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিকেল ৫টায় এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও আইএসপিআর জানায়।


কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ সমকালকে বলেন, আমরা গ্রেপ্তারের খবরটি শুনেছি। তবে কারা কবে কোথা থেকে গ্রেপ্তার করেছে সে বিষয়ে জানি না। আমরাও জানার চেষ্টা করছি। এ অভিযানে পুলিশ অংশগ্রহণ করেনি।     


তিনতলা ওই ভবনটির দোতলা ও তিনতলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে মেস হিসেবে থাকেন। নিচতলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে মেসের দুই শিক্ষার্থী বলেছেন।

ছাত্রাবাসের একজন শিক্ষার্থী বলেন, দেড় মাসের বেশি সময় ধরে এই নিচতলাটি ভাড়া নেওয়া হয়। সেখানে দু-তিনজন থাকতেন। তবে তাদেরকে খুব একটা দেখা যেত না। সুব্রতকে কেউ কখনো দেখেনি। তবে মোল্লা মাসুদকে তিন বেলা খাবার আনার সময় দেখা যেত। তাদের সঙ্গে কারো সেভাবে কোনো পরিচয় নেই।

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>