বিকল্প ব্যবস্থা না করে এসব চালকদের জীবিকার একমাত্র অবলম্বন অটোরিক্সা ভেঙে দেওয়া কোনো মানবিক সমাধান হতে পারে না : আমিনুল হক।
আমরা জানি, রাস্তায় অটোরিকশার ব্যবহার ও চলাচল ঝুঁকিপূর্ণ। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে এসব চালকদের জীবিকার একমাত্র অবলম্বন ভেঙে দেওয়া কোনো মানবিক সমাধান হতে পারে না।
আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনাটি জানতে পেরে, আমাদের কর্মীদের বিভিন্ন এলাকায় পাঠিয়ে ৫ জন ক্ষতিগ্রস্ত রিকশাচালককে খুঁজে বের করেছি।
আমি ঘোষণা দিচ্ছি,এই ৫ জন চালকের জন্য প্যাডেল রিকশা অথবা আর্থিক সহায়তা এবং এক মাসের মাসিক বাজার উপহার প্রদান করা হবে,যেন তারা আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন।
আমরা আশা করি, ভবিষ্যতে রাষ্ট্র দরিদ্র ও খেটে খাওয়া মানুষের বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করে, বিবেচনার সঙ্গে আইন প্রয়োগ করবে।৷



0 Comments
http://bit.ly/3IieoTb