Ticker

6/recent/ticker-posts

Ad Code

ওবায়দুল কাদের ও শামীম ওসমানসহ ২০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ওবায়দুল কাদের ও শামীম ওসমানসহ ২০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ওবায়দুল কাদের ও শামীম ওসমানসহ ২০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আগুনে পুড়ে টাইলস মিস্ত্রী সুহেল আহমেদ (২১) নিহতের ঘটনায় সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলটি দায়ের করা হয়। এ মামলায় ওবায়দুল কাদের ও শামীম ওসমান ছাড়া এজাহারনামীয় আর কোনো আসামি নেই। তবে মামলাটিতে ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম। এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) মামলাটি দায়ের করেন নিহত সুহেলের বন্ধু ও সহকর্মী আব্দুল হামিদ। শনিবার বিকেলে মামলার বিষয়টি সাংবাদিকরা জানতে পারেন। 

বাদী আব্দুল হামিদ চৌধুরী মামলায় উল্লেখ করেন, ২০২৪ সালের ১৩ জুলাই তিনি ও তার বন্ধু সুহেল আহমদ (২১) সিলেটের বিয়ানীবাজার থেকে নারায়ণগঞ্জের চিটাগাংরোড এলাকায় টাইলসের কাজ করতে আসেন। তারা ‘সুপিরিয়র ইন্টারন্যাশনাল’ নামের প্রতিষ্ঠানে কাজ শুরু করেন এবং প্রিয়ম নিবাস (ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স)-এর ২য় তলায় ডাচ বাংলা ব্যাংক শাখায় কাজ করতেন। সারাদেশে ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তীব্র হলে সেখানেই অবস্থান করছিলেন।

২০ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির কাজ বন্ধ রেখে সেখানে অবস্থান নেওয়া কর্মীদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে এবং সাবেক এমপি শামীম ওসমানের উপস্থিতিতে আওয়ামী লীগের কোটা বিরোধী অজ্ঞাতনামা ১৫০-২০০ জন দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে। এ সময় হামিদ ও সুহেল ধোয়ার কারণে কিছু দেখতে না পেয়ে ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে হামিদ আগুন থেকে বাঁচার জন্য দুই তলা থেকে লাফ দিয়ে আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


 

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>