যারা নয় মাসে সংস্কার করতে পারে না, তারা নব্বই বছরেও পারবে না: নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা
এক তরুণ বলেন, “গণতান্ত্রিক যে অধিকার—ভোটের অধিকার, তা আমরা যেন আবার ফিরে পাই।”
আরেকজন বলেন, “আমরা আগামীতে সুন্দর, পরিচ্ছন্ন একটি রাজনীতি উপহার চাই।”
বক্তব্যে আরও একজন বলেন, “ভোট দিতে বিলম্ব না করে যেভাবে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছি, সেভাবেই রাজপথে নেমে আপনাকেও বিতাড়িত করবো।”
বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এই আয়োজনে সংগঠনের তরুণ নেতারা জানান, এই সংগ্রাম এখানেই শেষ নয়।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, “তরুণদের মতামতের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠার শপথ আজ এখান থেকেই প্রকম্পিত হবে।”
বিএনপির শীর্ষ নেতারাও তরুণদের এই আওয়াজে সুর মিলিয়ে বলেন, সরকারের কথিত সংস্কার পরিকল্পনার আড়ালে নির্বাচনী রোডম্যাপ থেকে সরে আসার কোনো সুযোগ নেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছিয়ে দেওয়ার সুযোগ নাই।”
স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, “এই নয় মাসে যারা পারেন নাই, নয় বছরেও পারবেন না, নব্বই বছরেও পারবেন না। দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দয়া করে একটা ব্যবস্থা নিন।”
বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে দেশের মানুষ।”
সমাবেশ থেকে ঘোষণা আসে, দ্রুত নির্বাচনের দাবিতে আগামী জুলাই ও আগস্টে আবারো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।


0 Comments
http://bit.ly/3IieoTb