সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘গত ১০ মাসে রাজনৈতিক দলগুলোর ১০ রকম আচরণ দেখা গেছে। এই ১০ মাসের মধ্যে তাদের চাওয়া ও পাওয়ার আকাঙ্ক্ষার মধ্যে যথেষ্ট গরমিল লক্ষ করা গেছে। তাদের আচার-আচরণের কারণে নিত্যই সকাল-বিকেল রাজনীতির হিসাব বদলে যাচ্ছে।’
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, ‘বিএনপি সংগত কারণেই একটি নির্বাচন চাচ্ছে। শেখ হাসিনার পতনের পর বিএনপি ধরেই নিয়েছে যে নির্বাচনে তারা বড় মেজরটি নিয়ে ক্ষমতায় আসবে। এতে কোনো সন্দেহ নেই। কাজেই এ দেশে সিংহাসন, সচিবালয় তাদের।
তিনি বলেন, ‘আর যারা ক্ষমতায় বসেছেন তারা আসলে এটা ভাবতে পারেননি। হঠাৎ বসে গেছেন ক্ষমতায়।
.jpg)

0 Comments
http://bit.ly/3IieoTb