Ticker

6/recent/ticker-posts

Ad Code

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শারীরিক নিয়মিত চেকআপের জন্য এভারকেয়ার হসপিটালে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে নিয়ে যাওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, পরীক্ষা-নিরীক্ষা কমপ্লিট করার পর মেডিকেল বোর্ডের পরামর্শে ফিরোজায় ফিরেছেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় ফেরার পর উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

Post a Comment

0 Comments

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
//]]>